একটি একটি করে অনেকটা দিন গিয়েছে কেটে
একটু একটু করে অনেকটা বছর গিয়েছে চলে
বেড়েছে ব্যবধান তোমাতে আমাতে
মনের নয় সে দৃষ্টি সীমার ।।
আর কি হবে দেখা
আর কি হবে কথা…….
স্মৃতি সে নয়তো ভোলার
আছে যা শুধু বেদনার
আধারের পথে একা
তোমারই হাসির চোরাবালিতে
ডুবে যাই অনন্তকাল ।।
বেহুলার পথে হারা
আমি এক নিঃস্ব পথিক,
আলেয়ার স্বপ্ন ঘোরে
ডুবে যায় অনন্তকাল ।।
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment