আমি খুজেছি তোমায়
অবারিত সবুজের প্রান্তরে
আমি খুজেছি তোমায়
শহরের ইট কাঠের প্রস্তরে ।।
আমি খুজেছি তোমায়
আকাশের অন্ত নীলের মাঝে
আমি খুজেছি তোমায়
মহাকাশের বায়ুমন্ডলেতে।
হারানোর ব্যাথায় রিক্ত হৃদয়
খোজে কেন বল- তোমায় অন্ধ মোহে ??
ভেঙ্গেছি আমি এ হৃদয়
আমার তোমারই মায়ার মাঝে ।।
এখন এখানে নষ্ট কবিতা পোড়ে
তোমারই বিহনে দুঃখ গীতি কাদে ।।
আমি পারিনা মেনে নিতে
এ আমায় তুমিহীনা ।।
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment