skip to main | skip to menu

Tuesday, December 8, 2009

হাওয়া ও তুমি - ফজলে রেজওয়ান করিম

হাওয়ার সাথে খেলো তুমি
হাওয়ায় তুমি মেশো
যায় না ছোয়া হৃদয় তোমার
যায় না ধরা তোমায়……..
দাও না ধরা তুমি
ছোও না এ হৃদয়।।


হাওয়ায় হাওয়ায় মেঘ ভাসিয়ে
বৃষ্টি নামাও দূর গগনে
হাওয়ায় হাওয়ায় মেঘ সরিয়ে
সূর্য হাসাও এই নিখিলে।।


শেষ বিকেলের সন্ধ্যা আলোয়
যখন তুমি বও ঝিরিঝির
তখন আমার নিঃশ্বাসে তোমার
অবাধ আনাগোনা।।

0 comments:

Share

Category

About Me

My photo
সবুজ জমিনে ঝরা হাজারো শিশিরের মাঝে আমি এক বিন্দু