skip to main | skip to menu

Tuesday, December 8, 2009

প্রেমের লগণ - ফজলে রেজওয়ান করিম

ঝিরিঝিরি আবেগী হাওয়া
চা‍দনী এই রাতে
তুমি এসো না,
প্রেমেরই পথে হেটে হেটে
রূপালী আলোয়
তুমি এসো না ।।


বিষাদী সব স্মৃতিগুলো
অশ্রু হয়ে ঝরে
তোমারই বিহনে বিষন্নতা ছেয়ে রয়
এই মনে,
আজ এই ক্ষনে - তুমি এসো না ।।


অন্ধকার পথে হেটে হেটে
ক্ষয়েছে মন
তোমারই বিহনে দুঃখের ধূলো জমে
এই মনে,
আজ এই ক্ষনে - তুমি এসো না ।।

0 comments:

Share

Category

About Me

My photo
সবুজ জমিনে ঝরা হাজারো শিশিরের মাঝে আমি এক বিন্দু