স্বপ্নের আকাশ হয়েছে চুরী
তাই স্বপ্ন দেখা বারণ,
দুঃখের মেঘ গিয়েছে উড়ে
তাই বৃষ্টি নামে না;
কবিতা সব হয়েছে ছন্দহীন
তাই সুর লাগে না,
তুমি আজ কোথায়?
জেনেও খুজি না ।।
তোমার পথের শেষে
আমার পথের শুরু
তাই কি তোমার দৃষ্টি ফেরে না,
তোমার গন্তব্যে আমার অনুস্থান
তাই কি বল প্রেম হবে না ।।
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment